নিজস্ব প্রতিনিধি : ডি.বি ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের সদস্য বিশিষ্ট ক্রীড়াবিদ ও প্রাক্তন ফুটবলার মো. শামছুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে ডি.বি ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের কর্মকর্তা ও সদস্যবৃন্দ। রবিবার (২৮ এপ্রিল) ভোরে চিকিৎসাধীন অবস্থায় সাতক্ষীরা সিবি হসপিটালে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর।
মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক ছেলে এবং মেয়েসহ আত্মীয়-স্বজন ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
ডিবি ফ্রেন্ড স্পোর্টিং ক্লাবের সদস্য মো.শামছুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি এবং সেই সাথে মহান আল্লাহর দরবারে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত জান্নাতুল ফেরদাউস কামনা কামনা করেছেন ডি.বি ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের উপদেষ্টা ও প্রধান পৃষ্ঠপোষক সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স.ম শহিদুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুর রশিদ, স.ম নুরুল আমিন লাভলু, মো. ইমাদুল ইসলাম, স্বপন কুমার সাহা, মো. আব্দুল ওয়াদুদ, রফিকুল ইসলাম বুলি, পৌর কাউন্সিলর আইনুল ইসলাম নান্টা, ডি.বি ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের সভাপতি, বঙ্গবন্ধু পরিষদ সাতক্ষীরা পৌর শাখার সভাপতি ও স্মার্ট বিদ্যালয় ডিবি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক মো. মমিনুর রহমান মুকুল, সহ-সভাপতি নুর ইসলাম গাজী, বিশিষ্ট শিক্ষানুরাগী শেখ আব্দুল আহাদ, শামছুর রহমান সোনা, সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান (বাবুসানা), সহ-সাধারণ সম্পাদক তনুপ কুমার সাহা, সাংগঠনিক সম্পাদক মো. খোরশেদ আলম, ডা. জিয়াউর রহমান, আবু তালেব, মফিজুল ইসলাম লাল্টুসহ ডিবি ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের কর্মকর্তা ও সদস্যবৃন্দ। এদিকে মরহুমের নিজ গ্রামসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]