কয়েকঘন্টা পর অনুষ্ঠিতব্য কলারোয়ার ১০টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯১টি কেন্দ্রই গুরুত্বপূর্ন! শেষ সময়ে চেয়ারম্যান ও সদস্য প্রার্থীরা ব্যস্ত সময় পার করছেন ভোট প্রার্থনায়।
নির্বাচনের কয়েকঘন্টা আগে সকল প্রার্থীরা নির্বাচনী বিধি মেতাবেক প্রচার-প্রচারণা করলেও এলাকা ভিত্তিক ভোটারদের মধ্যে নির্বাচনী পরিবেশ বিঘ্ন ঘটার আশংকা রয়েই গেছে। শেষ মুহুর্তে নির্বাচনী মাঠে প্রার্থী, কর্মী-সমর্থক ও ভোটারদের মাঝে বাকযুদ্ধে লিপ্ত হয়ে সংঘর্ষের অবস্থান বিরাজ করছে।
রবিবার রাত থেকে উপজেলার হেলাতলা ইউনিয়নের হেলাতলা বাজারে, জালালাবাদ ইউনিয়নের কাশিয়াডাঙ্গা, সোনাবাড়িয়া ইউনিয়নের মাদরা মোড়েসহ বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচার প্রচারনার মুহর্তে প্রতিদ্বন্দী প্রার্থী-সমর্থকরা মুখোমুখি হলে ছোটোখাটে সংঘর্ষের আকার নেয়। থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবির ইউপি নির্বাচনে উপজেলার ৯১টি কেন্দ্রই গুরুত্বপূর্ন জানিয়ে বলেন, কেন্দ্রেসহ বিভিন্নভাবে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা সকল এলাকায় আইন শৃঙ্খলা বজায় রেখে শান্তিপূর্ন পরিবেশে ভোট গ্রহনে কঠোর অবস্থানে রয়েছেন।
কলারোয়ার ১০ টি ইউনিয়নের ৯১টি ভোট কেন্দ্রে সুষ্ঠু,সুন্দর পরিবেশে ভোট গ্রহনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে উপজেলা নির্বাচন অফিসার ও রির্টানিং অফিসার মনোরঞ্জন বিশ্বাস জানান। তিনি আরও জানান, অনুষ্ঠিতব্য ১০ ইউপি নির্বাচনে মোট ১ লাখ ৪৪ হাজার ৪৭০ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ৭১ হাজার ৭৭৪ ও মহিলা ভোটার ৭২ হাজার ৬৯৬ জন। জানা গেছে, ইউপি চেয়ারম্যান পদে ১০ জন আ’লীগ মনোনীত নৌকা প্রতীকসহ বিভিন্ন প্রতীকে স্বতন্ত্র পার্থী ৩৮ জন, সংরক্ষিত ওয়ার্ড’র মহিলা সদস্য পদে ১২৪ জন ও সাধারণ ওয়ার্ডের সদস্য পদে ৩৮৫ জন একে অপরের বিরুদ্ধে প্রতিদ্বন্দীতা করছেন। তবে ইতোমধ্যে একাধিক প্রার্থী দলীয় প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে ও ব্যক্তিগত কারনে নির্বাচনী প্রতিদ্বন্দীতা থেকে সরে দাঁড়িয়েছেন।
উল্লেখ্য, ২০ সেপ্টেম্বর সোমবার সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৯ নং হেলাতলা ইউনিয়ন পরিষদের সকল কেন্দ্রে ইভিএম’র মাধ্যমে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে বলে জানা যায়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]