যশোরের কেশবপুরে অতিবৃষ্টিতে ভেসে গেছে ঘের শিরোনামে গত ১ আগস্ট বিভিন্ন পত্রিকায় ও অনলাইন নিউজ পোর্টালে খবর প্রকাশিত হওয়ার পর মানবিক খাদ্য সহায়তা পেল চুয়াডাঙ্গা গ্রামের পানিবন্ধি ক্ষতিগ্রস্ত ৩০ পিরিবার। মানবিক সহায়তা প্রদান করে প্রশংসা কুড়ালেন চেয়ারম্যান মনোয়ার হোসেন।
উপজেলার মঙ্গলকোট ইউনিয়ন পরিষদ চত্বরে বুধবার সকালে সম্প্রতি কয়েকদিন ভারী বর্ষণের ফলে পানিবন্ধি হয়ে পড়া ক্ষতিগ্রস্ত ৩০ পিরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোয়ার হোসেন।
টানা কদিন বৃষ্টি হওয়ার ফলে উপজেলার চুয়াডাঙ্গা গ্রামের নিচু এলাকার মানুষের বাড়িতে পানি উঠে গেছে। এছাড়া মাছের ঘের ভেসে, অবকাঠামো নষ্ট ও কৃষি ফসল আক্রান্ত হয়ে চাষীদের ব্যাপক ক্ষতি হয়েছে। পানি নিষ্কাশনে বাধাগ্রস্থ হওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।
উপজেলার মঙ্গলকোট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের এই সহায়তা প্রদান করায় ইউনিয়নের চুয়াডাঙ্গা গ্রামের ফুলমতি (৭০)বলেন, আমাদের চেয়ারম্যান মনোয়ার হোসেন খুব ভালো মানুষ। সব সময় গরীব মানুষের কথা চিন্তা করেন। অসহায় মানুষের পাশে থাকেন। শুধু তাই নয়, চেয়ারম্যান সাহেব ন্যায়বিচার করেন। একই গ্রামের বাসিন্দা সালাম জোয়ার্দার বলেন, চেয়ারম্যান সাহেব ১০ কেজি করে চাল দিয়েছে। আমাদের এখন অনেক উপকার হবে। দোয়া করি এভাবে সারা জীবন মানুষের উপকার করতে পারেন।
এ ব্যাপারে চেয়ারম্যান মনোয়ার হোসেন বলেন, আমার ইউনিয়নের প্রত্যেকটি মানুষ আমার কাছে সমান। কয়েকদিনের বর্ষণের ফলে কিছু এলাকায় মানুষ বন্দি হয়ে পড়েছে। পানিবন্দি অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তা সামান্য খাদ্য সামগ্রী বিতরণ করেছি মাত্র। এটা অব্যাহত থাকবে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]