দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হলফনামায় ব্যাংক ঋণের তথ্য গোপনের অভিযোগে চট্টগ্রাম-২ আসনের নৌকা প্রতীকে বিজয়ী প্রার্থী খাদিজাতুল আনোয়ারার এমপির পদ বাতিল চেয়ে আবেদন করা হয়েছে।
একই আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী বাংলাদেশ সুপ্রিম পার্টির চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দীন আহমেদ এই আবেদন করেন।
আদালতে আবেদনের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী সাঈদ আহমেদ রাজা।
আইনজীবী সাঈদ আহমেদ বলেন, ‘নির্বাচনের সময় হলফনামায় খেলাপি ঋণের কারণে মামলাসহ কোনো তথ্য দেননি। তথ্য গোপন করে সংসদ সদস্য পদে নির্বাচন করেছেন খাদিজাতুল আনোয়ার। তাঁর পদ বাতিল করে পুনরায় নির্বাচন করতে আবেদন করা হয়েছে।
রোববার বিচারপতি ফাতেমা নজীবের একক বেঞ্চ শুনানি করে অপর পক্ষকে (খাদিজাতুল আনোয়ার) দুই সপ্তাহের মধ্যে জবাব দিতে বলেছেন।’
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]