যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারসহ রাজগঞ্জের বিভিন্ন পাড়া-মহল্লায় ছুটে বেড়াচ্ছে চারটি কালোমুখো হনুমান। হনুমান চারটি দেখতে ভিড় করছে নানা বয়সের মানুষ।
খাবারের সন্ধানে হনুমান চারটি একদলে চলে এসেছে পার্শবর্তী কেশবপুর থেকে রাজগঞ্জে।
গত চারদিন ধরে হনুমানগুলো রাজগঞ্জ এলাকায় অবস্থান করছে।
এলাকাবাসী জানান- খাবারের সন্ধানে হনুমান চারটি রাজগঞ্জের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছে। সারাদিন এ গাছ থেকে ও গাছ, আর মানুষের দেওয়া খাবার খেয়ে দিন কাটছে হনুমানগুলোর।
অনেকে বলেন- যশোরের মধ্যে কেশবপুরে হনুমানের বাসস্থান রয়েছে। খাদ্য সংকট হওয়ায় এই হনুমানগুলো একে একে দেশের বিভিন্ন স্থানে চলে যাচ্ছে। এদের কেশবপুরেই রাখতে হবে। এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]