ব্রাহ্মণবাড়িয়ায় পথচারীর দেয়া খাবারের টোকেন সংগ্রহ নিয়ে দুই ভিক্ষুকের মধ্যে সংঘর্ষ হয়েছে। সোমবার (২৭ জুলাই) বিকেল ৩টার দিকে ব্রাহ্মণবাড়িয়া শহরের মুক্তমঞ্চের সামনের সড়কের পাশে এ সংঘর্ষে ঘটনা ঘটে।
সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষ ভিক্ষুক সুমনের ছুরিকাঘাতে তৌফিক (৩৫) নামের আরেক বিক্ষুক গুরুতর আহত হয় সে ব্রাহ্মণবাড়িয়া শহরের সরকার পাড়া মহল্লার ফুল মিয়ার ছেলে।
পরে তৌফিককে আশংকাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে৷ অন্যদিকে অভিযুক্ত ভিক্ষুক সুমন (৪৫) কে আটক করেছে পুলিশ। তার বাড়ী চাঁদপুর সদর উপজেলার আদালত পাড়ায়। সে ওই এলাকার নজরুল ইসলামের ছেলে।
পথচারী ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে একসাথে দুই ভিক্ষুক খাবারের টোকেন ও টাকা ভাগাভাগি নিয়ে বাকবিতণ্ডা ও সংঘর্ষে জড়িয়ে পড়ে। সুমন নামের ওই ভিক্ষুক বাকবিতণ্ডার এক পর্যায়ে তৌফিক নামের অপর ভিক্ষুকের বুকে ছুরিকাঘাত করেন।
এসময় তৌফিকও পাল্টা আঘাত করেন। দুইজনের ধস্তাধস্তির এক পর্যায়ে দুই ভিক্ষুক মাটিতে লুটিয়ে পড়েন। পরে রক্তাক্ত অবস্থায় দুই ভিক্ষুককে পথচারীরা উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান।
হাসপাতালের চিকিৎসক ডা. নাজমুল হক রনি তাৎক্ষণিক তাদের প্রাথমিক চিকিৎসা দেন।
তিনি জানান, আহত তৌফিকের বুকে ছুরিকাঘাতের কারণে তার ফুসফুসের অনেক ক্ষতি হয়েছে। তার অবস্থা আশংকাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে৷ অপরদিকে সুমনের মাথায় আঘাতজনিত কারণে তাকে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ সেলিম উদ্দিন বলেন, গুরুতর আহত ভিক্ষুক তৌফিকের চিকিৎসা চলছে। অভিযুক্ত ভিক্ষুক সুমনকে আটক করা হয়েছে। সে বর্তমানে থানা হেফাজতে রয়েছে। তবে কে বা কারা খাবারের টোকেন দিয়েছিলেন বা প্রকৃত পক্ষে কী নিয়ে দুই ভিক্ষুক মারামারিতে জড়িয়েছেন তা ক্ষতিয়ে দেখা হচ্ছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : kalaroanews33@gmail.com