চুয়াডাঙ্গায় চুরির অপবাদ দিয়ে খুঁটিতে বেঁধে শিশু শিক্ষার্থীকে নির্যাতনের ঘটনায় অভিযুক্ত বাবা-মেয়েকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার বিকালে শিশুটির মায়ের করা মামলায় তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন চুয়াডাঙ্গার দর্শনা থানা এলাকার দোস্ত বাজারের ‘মায়ের দোয়া ফ্যাশন হাউজে’র মালিক আলী আহমদ (৬৫) ও তার মেয়ে রুমানা আক্তার (২৭)।
দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফুল কবির জানান, সোমবার নির্যাতিত শিশুর মা বাদী হয়ে থানায় শিশু নির্যাতনের মামলা দায়ের করেন।
এরপর অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেফতার করা হয়। পরে তাদের দর্শনা আমলী আদালতে সোপর্দ করা হলে বিচারত তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
প্রসঙ্গত, গত রবিবার দুপুরে দর্শনা থানা এলাকার দোস্ত বাজারে টাকা চুরির অপবাদ দিয়ে এ শিশুকে খুঁটিতে বেঁধে নির্যাতনের অভিযোগ ওঠে। পরে খুঁটিতে বাঁধা শিশুর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে সমালোচনার ঝড় বইতে থাকে।
এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচারিত হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]