নোয়াখালীর সুবর্ণচরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে কামাল উদ্দিন (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত কামাল উদ্দিন পূর্ব চরবাটা গ্রামের বোরহান উদ্দিনের ছেলে। সে সুবর্ণ ডায়াগনস্টিক সেন্টারে কর্মরত ছিলেন।
সুবর্ণ ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক মহিন উদ্দিন জানান, সকালে নিজ কর্মস্থলের উদ্দেশে মোটরসাইকেলে আসছিলেন কামাল। পথে সেন্টার বাজার সংলগ্ন তালতলি এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে রাখা বিদ্যুতের খুঁটির সঙ্গে মোটরসাইকেলটি ধাক্কা লাগলে গুরুতর আহত হন কামাল।
স্থানীয় লোকজন কামালকে উদ্ধার করে প্রথমে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে নোয়াখালী জেনারেল এবং অবস্থার অবনতি হলে দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। সন্ধ্যায় ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]