খুলনা-সাতক্ষীরা মহাসড়কে ট্রাক চাপায় মো. ইমান আলী মোল্লা (৭০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শনিবার দুপুর সাড়ে ১২টায় ডুমুরিয়া উপাজেলার খর্ণিয়া ইউনিয়ানের আঙ্গারদোহা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহতের বাড়ি ডুমুরিয়া উপজেলার ৩নং রুদাঘরা ইউনিয়ানের চহেড়া গ্রামে। তিনি ওই ইউনিয়ানের মিকশিমিল-রুদাঘরা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সহকারি শিক্ষক ও স্থানীয় পল্লী চিকিৎসক ছিলেন।
ডুমুরিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হক বলেন, ইমান আলী শোলগাতিয়া বাজারে পল্লী চিকিৎসক হিসেবে ওষুধের ব্যবসা করেন। তিনি খুলনা থেকে নিজের মোটরসাইকেলে শোলগাতিয়া ফিরছিলেন। মোটরসাইকেলটি আঙ্গারদোহা পৌঁছালে বিপরীত দিক থেকে মালবোঝাই একটি ট্রাক যার নং ঢাকা মেট্রো-ট ১১-৭১১৩ তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় ট্রাকের চালক পালিয়ে যায়।
খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় ডুমুরিয়া থানায় একটি মামলা দায়ের হয়েছে।
সুত্র পত্রদূত
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]