খুলনার পাইকগাছায় চোখে মুখে সুপার গ্লুর আঠা লাগিয়ে এক গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। রোববার গভীর রাতে ৪-৫ জনের সংঘবদ্ধ ডাকাত দল ডাকাতি করতে এসে ওই নারীর ওপর পাশবিক এই নির্যাতন করেছে।
উপজেলার রাড়ুলী গ্রামের ঘটনা এটি।
সোমবার সকালে ওই নারীকে হাত-মুখ বাঁধা অবস্থায় উদ্ধার করে প্রতিবেশীরা।
প্রতিবেশীরা জানান, ওই নারীর স্বামী রোববার রাতে ব্যবসার কাজে গড়ইখালীতে ছিলেন। এ সুযোগে ডাকাতরা তার বাড়িতে গিয়ে ঘরে ঢুকে গৃহবধূর চোখে মুখে সুপার গ্লু লাগিয়ে চোখ মুখ বন্ধ করে দেয়। পরে ওড়না দিয়ে চোখমুখ বেঁধে কানের দুল ও নাকফুল ছিঁড়ে নেয়।
এ সময় তারা বাড়ির আসবাব তছনছ করে আলমারি ও বাক্সে থাকা টাকা স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।
ডাকাতদল ওই গৃহবধূকে গণধর্ষণ করে বলে পরিবারের লোকজন জানিয়েছেন। পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার দুপুর ১২ টায় এ প্রতিবেদন লেখার সময় ওই নারী অজ্ঞান ছিলেন।
তার স্বামী জানান, তার স্ত্রী পাশবিক নির্যাতনের শিকার হয়েছেন।
সহকারী পুলিশ সুপার ডি-সার্কেল মো. সাইফুল ইসলাম ও পাইকগাছা থানা অফিসার ইনচার্জ ওবাইদুর রহমান খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এসময় ওসি বলেন, ভুক্তভোগী নারী অসুস্থ। তার কাছ থেকে না জানা পর্যন্ত সঠিকভাবে কোন কিছু বলা যাচ্ছে না।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : kalaroanews33@gmail.com