ভারত থেকে খুলনায় এসে কোয়ারেন্টিনে থাকা তরুণীকে ধর্ষণের অভিযোগে এক পুলিশ কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার হওয়া পুলিশ কর্মকর্তা হলেন-খুলনা মহানগর পুলিশের (কেএমপি) সহকারী উপপরিদর্শক (এএসআই) মোখলেছুর রহমান।
মোখলেছুর রহমান খুলনার পিটিআই কোয়ারেন্টিন সেন্টারে গত ১ মে থেকে দায়িত্ব পালন করছিলেন।
সোমবার (১৭ মে) সদর থানায় তার বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী তরুণী।
গ্রেফতারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কেএমপির ডেপুটি কমিশনার (দক্ষিণ) আনোয়ার হোসেন। তিনি বলেন, ওই তরুণীকে খুলনা মেডিকেলের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।
ওই তরুণী গত ৪ মে ভারত থেকে এসে খুলনা পিটিআই সেন্টারে ১৪ দিনের কোয়ারেন্টিনে ছিলেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]