খুলনার জিরোপয়েন্টে বালুবাহী ট্রাকের ধাক্কায় মিজানুর রহমান (৬৫) নামের অবসরপ্রাপ্ত একজন ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। তিনি নগরীর দারোগাপাড়ার মসজিদ লেন এলাকার মৃত মাহবুব হোসেনের ছেলে।
বৃহস্পতিবার (২৬ মে) দুপুরে জিয়োপয়েন্ট ও জয়বাংলা মোড়ের মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় তিনি পায়ে হেটে রাস্তা পার হচ্ছিলেন।
হরিণটানা থানা পুলিশের উপ-পরিদর্শক অলোকেশ চন্দ্র তরফদার বিষয়টি নিশ্চিত করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির ট্রাকটির চাকা তার শরীরের ওপর দিয়ে গেলে কোমরের মাঝামাঝি অংশ থেতলে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
নিহতের ভায়রা মো. কামরুজ্জামান জানান, মিজানুর রহমান কৃষি ব্যাংকে চাকরি করতেন। পুলিশের মাধ্যমে খবর পেয়ে তারা হাসপাতালে এসে মরদেহ শনাক্ত করেছেন। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : kalaroanews33@gmail.com