কলারোয়া প্রতিনিধি: খুলনা বিভাগীয় কমিশনার (অতিরিক্ত–শিক্ষা ও আইসিটি) জনাব দেব প্রসাদ পাল সোমবার (২২ সেপ্টেম্বর) কলারোয়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন।
তিনি প্রথমে কলারোয়া সরকারি জি.কে.এম.কে. পাইলট হাই স্কুলে যান এবং শ্রেণিকক্ষ পরিদর্শনসহ শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম ঘুরে দেখেন। পরে তিনি কলারোয়া শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজ এবং কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।
পরিদর্শনকালে বিভাগীয় কমিশনার বিদ্যালয়গুলোর পরিবেশ, শিক্ষার্থীদের শৃঙ্খলা, পাঠদান পদ্ধতি ও শিক্ষার মান সরাসরি পর্যবেক্ষণ করেন। তিনি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, “শিক্ষার মানোন্নয়ন ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয়। এজন্য শিক্ষক-শিক্ষার্থী সবাইকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।”
তিনি আরও আশা প্রকাশ করেন, এসব শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের নৈতিকতা, মেধা ও মানবিক গুণাবলি বিকাশে অগ্রণী ভূমিকা রাখবে এবং অন্যদের জন্যও অনুকরণীয় হবে।
এসময় উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ জহুরুল ইসলাম, উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর জনাব আবু মুসা, সহকারী উপজেলা শিক্ষা অফিসার জনাব মোঃ আসাদুল ইসলামসহ স্থানীয় শিক্ষা বিভাগের কর্মকর্তারা।
পরিদর্শন উপলক্ষে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মাঝে আনন্দ-উদ্দীপনা দেখা দেয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]