একদিন পরই খুলনা বিভাগের দশ জেলায় করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘণ্টায় এ বিভাগে করোনায় আরও ৩২ জনের মৃত্যু হয়েছে। একইসময় বিভাগে নতুন করে আরও ৫৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে।
শনিবার (৩ জুলাই) বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক রাশেদা সুলতানা এ তথ্য নিশ্চিত করেন।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের খুলনায় সাতজন, যশোরে আটজন, নড়াইলে দুজন, ঝিনাইদহে তিনজন, কুষ্টিয়ায় পাঁচজন, চুয়াডাঙ্গায় দুজন ও মেহেরপুরে একজনের মৃত্যু হয়েছে।
করোনা সংক্রমণের শুরু থেকে শনিবার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৫৯ হাজার ২৬০ জন। আর বিভাগে আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ১৬৮ জন।
এর আগেরদিনে বিভাগে করোনাভাইরাসে ২৭ জনের মৃত্যু হয়। একইসময়ে বিভাগে ১ হাজার ২০১ জনের করোনা শনাক্ত হয়েছিল।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]