নিজস্ব প্রতিনিধি : “উন্নয়নের জন্য উদ্ভাবন ও উদ্যোক্তা নীতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে গণপ্রকৌশল দিবস ২০২৩ ও আইডিইবির গৌরাবোজ¦ল ৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ নভেম্বর) ইনষ্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশ (আইডিইবি) সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে সকাল ১০টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার মো. আব্দুর রশিদ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে প্রধান অতিথি হিসেবে র্যালীর উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের অবকাঠামোগত উন্নয়নে শতকারা ৮৫ ভাগ কাজ ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা করে থাকেন। দেশের বর্তমান অগ্রগতিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারা প্রসংশনীয় ভূমিকা রাখছে। আগামীর স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আইডিইবির সদস্যরা দেশের উন্নয়ন কর্মকান্ডের সহযাত্রী। এসময় জেলা প্রশাসক তাঁর বক্তব্যে ইনষ্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশ (আইডিইবি) সাতক্ষীরা জেলা শাখার একটি স্থায়ী কার্যালয় গঠনে ব্যবস্থা করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।”
জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের জেলা স্টেডিয়াম সংলগ্ন অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভায় গিয়ে মিলিত হয়।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইনষ্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশ (আইডিইবি) সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক সহকারি প্রকৌশলী এম.এম.এ জায়েদ বিন গফুর, আইডিইবি জেলা সহ-সভাপতি ও সাতক্ষীরা পৌরসভার সহকারি প্রকৌশলী কামরুল আখতার তপু, আইডিইবি জেলা কাউন্সিলর ও সওজ’র উপবিভাগীয় প্রকৌশলী জিয়াউদ্দীন, আইডিইবি জেলা সাংগঠনিক সম্পাদক ও সাতক্ষীরা পৌরসভার উপ-সহকারি প্রকৌশলী কামরুজ্জামান শিমুল, আইডিইবি জেলা দপ্তর সম্পাদক রবিউল ইসলাম, সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের ইন্সট্রাক্টর ও (আরএসি) বিভাগীয় প্রধান প্রকৌশলী শেখ আব্দুল আলিম, সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউট’র ইন্সট্রাক্টর মো. ফারুক হোসেন প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন আইডিইবি’র সাতক্ষীরা জেলা যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী গোলাম মোস্তফা।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]