গণতন্ত্রের মানষ কন্যা
জননেত্রী শেখ হাসিনা।
স্বাধীনতার সুফল এনেছ
আর কিছু চাইনা।
ডিজিটাল বাংলাদেশ করেছ
বাংলার রুপকার।
জাদুর কাঠি পেয়েছ তুমি
খুলেছ রুদ্রদার।
মস্তিস্কের চেতনা বৃদ্ধি
দেখেছি বারবার।
তলা বিহীন ঝুড়ি নয়
উন্নয়ন দেখেছি।
সবাই বলছে বাহবা বেশ
শান্তির উন্মেষ।
নিংস্বার্থ প্রেম দেশের প্রতি
জনগণ করেছ আপন।
স্মৃতির পাতায় স্মরনীয়
এনেছ সুশাসন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]