যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) ডা. মো. নাসির উদ্দিন বলেছেন, ‘গরীব ও অসহায়ের জন্য শতভাগ ভিজিএফ নিশ্চিত করেছি। অনেক আগে ভিজিএফ নিয়ে অনেক দুর্নীতি হতো কিন্তু এখন তা শূন্যের কোঠায় নামিয়ে এনেছি।‘
তিনি আরও বলেন, ‘জনগণের প্রাপ্য অধিকার বুঝিয়ে দেওয়া হচ্ছে। জনগণের যে কোন কাজে দুর্নীতি দেখলে আমাকে জানাবেন অথবা কাজ বন্ধ করে দেবেন। আমার নির্বাচনী এলাকায় জনগণের ভাগ্য নিয়ে খেলা করার সুযোগ দেওয়া হবেনা কাউকে। দূর্নীতি শূন্যের কোঠায় আনতে সরকারের পাশাপাশি আপনাদেরকেও সমানভাবে এগিয়ে আসতে হবে। তবেই দূর্নীতি মুক্ত বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়িত হবে।‘
বুধবার (২৭ এপ্রিল) উপজেলার মাগুরা ও গদখালী ইউনিয়ন পরিষদে ভিজিএফ এর চাল বিতরণ ও বোধখানা বাজারে রাস্তা উদ্বোধন কালে তিনি এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, মাগুরা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, গদখালী ইউনিয়নের চেয়ারম্যান শাহজাহান আলী মোড়ল, ইউপি সদস্য, স্থানীয় আ.লীগ নেতৃবৃন্দ, গণমাধ্যম কর্মী সহ অনেকেই।
উল্লেখ্য, এদিন সকাল ১০ টায় এক কোটি ছয় লক্ষ একত্রিশ হাজার নয়শত একচল্লিশ টাকা ব্যায়ে গদখালী ইউনিয়ন পরিষদ থেকে বোধখানা বাজার সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]