বৃহস্পতিবার, জুলাই ১০, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় গাড়ির অবৈধ দখলে রাস্তা বন্দি! যানজটে জনগণের জীবন ছন্দহীন

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা শহরের প্রধান সড়কগুলোতে অবৈধ গাড়ি পার্কিংয়ের কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে, যা স্থানীয় বাসিন্দাদের জন্য দৈনন্দিন জীবনযাত্রাকে দুর্বিষহ করে তুলেছে।
বিশেষ করে সিদ্দিক সুপার মার্কেট, নিউমার্কেট মোড়, সঙ্গীতা মোড় এবং হাটের মোড় এলাকায় এই সমস্যা তীব্র আকার ধারণ করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাস্তার পাশে নিয়ম বহির্ভূতভাবে পার্ক করা যানবাহন, প্রাইভেটকার, ইজিবাইক, রিকশা, ভ্যান, বিশেষ করে সিদ্দিক সুপার মার্কেটের সামনে সাতক্ষীরা টু শ্যামনগর ফিটনেস বিহীন ছোট প্রাইভেটকারের কারণে সড়কের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। এতে করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এসব এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে, যা ব্যবসায়ী, শিক্ষার্থী এবং সাধারণ পথচারীদের জন্য মারাত্মক অসুবিধার কারণ হয়ে দাঁড়িয়েছে।

পথচারী মো. আব্দুল্লাহ আল মামুন অভিযোগ করে বলেন, “রাস্তার মাঝখানে গাড়ি পার্ক করায় হাঁটাচলা করা দায়। বিশেষ করে সিদ্দিক সুপার মার্কেটের সামনে পায়ে হেঁটে যাওয়ার জায়গা থাকে না। এটা এখন নিত্যদিনের সমস্যা।”

সিদ্দিক সুপার মার্কেটের পোশাকের দোকান খাইরে উম্মা’র ম্যানেজার মোঃ রাকিব হোসেন বলেন বলেন, “আমাদের শো-রুমের সামনে দিনভর গাড়ি পার্ক করা থাকে, ফলে গ্রাহকরা দোকানে আসতে পারেন না। এতে আমাদের ব্যবসার ক্ষতি হচ্ছে। প্রশাসনের কাছে দ্রুত এই সমস্যার সমাধান চাই।”

একইভাবে, শহরের ইটাগাছা হাটের মোড় এলাকার বাসিন্দা মোঃ সিরাজুল ইসলাম জানান, “যানজটের কারণে বাচ্চাদের স্কুলে যেতে দেরি হয়ে যায়। রাস্তায় এত গাড়ি থাকে যে পায়ে হেঁটে চলাও কঠিন।”

ট্রাফিক পুলিশ সূত্রে জানা গেছে, “আমরা জরিমানা করছি, কিন্তু অনেকেই নিয়ম মানতে চান না। পার্কিংয়ের জন্য নির্দিষ্ট জায়গা থাকলেও, অনেকে রাস্তায় গাড়ি রাখেন।”

স্থানীয় প্রশাসনের কাছে সাধারণ মানুষের দাবি, অবৈধ পার্কিং রোধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া এবং শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে পর্যাপ্ত পার্কিং সুবিধার ব্যবস্থা করা।

এছাড়া, যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থাপনার উন্নতি ও জনসচেতনতা বৃদ্ধির উপর জোর দেওয়ার পরামর্শ দিয়েছেন স্থানীয় নাগরিক সমাজের প্রতিনিধিরা।

এদিকে, স্থানীয় বাসিন্দারা দ্রুত পদক্ষেপের দাবি জানিয়ে বলছেন, “আর দেরি নয়, এখনই সমাধান চাই।” যানজটের এই সমস্যা সমাধানে স্থানীয় প্রশাসন, পুলিশ এবং নাগরিকদের সম্মিলিত প্রচেষ্টা এখন সময়ের দাবি। অন্যথায়, সাতক্ষীরা শহরের প্রধান সড়কগুলোর এই দুর্ভোগ আরও তীব্র আকার ধারণ করতে পারে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক কর্মশালা

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : সাতক্ষীরায় নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় প্রাণ সাহের খাল পাড়ে উত্তরণ-এর বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি: উন্নয়ন সংস্থা উত্তরণ সাতক্ষীরা পৌরসভার প্রাণ সাহের খাল পাড়ে বৃক্ষরোপণবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় শ্বশুরবাড়ী যেয়ে শাশুড়ীর মাথা ফাঁ*টালেন জামাতা!

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা সদরের বাঁশদহা ইউনিয়নের কাজীপাড়া গ্রামে শাশুড়ী আছিয়া খাতুনের মাথাবিস্তারিত পড়ুন

  • ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দিবসসমূহ পালনে সাতক্ষীরায় সভা
  • গাজী মোক্তার হোসেন: সাংবাদিকতার নিবেদিত প্রাণ
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মদ-ফেনসিডিলসহ সাড়ে ১০লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ
  • নিষ্কাশ‌নের পথ রুদ্ধ: জলাবদ্ধতায় নাকাল সাতক্ষীরাবাসী, বিপর্যস্ত জনজীবন!
  • সাংবাদিক গাজী মোক্তার হোসেনের মৃত্যুতে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের শোক
  • সাতক্ষীরা আয়েনউদ্দীন মহিলা মাদ্রাসার গভর্নিং বডির সভাপতিকে সংবর্ধনা
  • সাংবাদিক গাজী মোক্তারের মৃত্যুতে সাতক্ষীরা রিপোর্টাস ক্লাবের গভীর শোক
  • সাতক্ষীরায় জুলাই গণহত্যার বিচারের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচির উদ্বোধন
  • জনগণের সেবার প্রশ্নে আপোষ নেই : সাতক্ষীরায় বিএনপি নেতা চিশতি
  • সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর হ্যান্ডলিং ও গোডাউন শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা
  • ভোমরা বন্দরে বেড়েছে শুকনা হলুদের আমদানি, বাজারে কমেছে দাম
  • ভোমরা স্থলবন্দর হ্যান্ডলিং ইউনিয়নের ৪ লাখ ৫৬ হাজার টাকা ছেড়া নোট!