শিল্পী পরিচয়ের আড়ালে অস্ত্র ব্যবসা। সীমান্ত দিয়ে আনতো কাঁচামাল। চক্রটিকে সহযোগিতা করতো ভারতীয় অস্ত্র ব্যবসায়ী।
রাজধানীর বাড্ডায় অভিযানে মূলহোতা সাগরসহ ৬ জনকে গ্রেফতারের পর একথা জানিয়েছে র্যাব।
গান লেখা থেকে শুরু করে বিভিন্ন মিউজিক ভিডিওতে কণ্ঠ দিতেন মোকলেছুর রহমান সাগর। ইউটিউবে নিয়মিত আপলোড দিতেন কনটেন্ট। শিল্পী পরিচয়ে বাসা ভাড়াও নিয়েছেন রাজধানীর বাড্ডায়।
গোপন সংবাদে সোমবার (১১ মার্চ) রাতে তার বাসায় অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেফতার করে র্যাব। অভিযানে বেরিয়ে আসে চাঞ্চল্যকর সব তথ্য। বাসাটি থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম।
মঙ্গলবার (১২ মার্চ) কাওরানবাজারে সংবাদ সম্মেলনে র্যাব ১০ এর অধিনায়ক মো. ফরিদ উদ্দিন জানান, সন্দেহের আড়ালে রাখতে শিল্পী পরিচয় দিলেও মূলত অস্ত্র ব্যবসা করতো সাগর। এর আগে ভারতে দীর্ঘ ১২ বছর মূর্তি তৈরির কাজ করলেও স্বল্প সময়ে কোটিপতি হতে নামে অস্ত্র ব্যবসায়।
সংস্থাটি জানায়, সীমান্ত দিয়ে চোরাইপথে অস্ত্র তৈরির কাচামাল আনতো চক্রটি। তাদের সহযোগিতা করতো ভারতের এক অস্ত্র ব্যবসায়ী। এ ছাড়া চক্রটির সঙ্গে আরো কেউ জড়িত আছে কি না সে বিষয়েও তদন্ত করছে র্যাব।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]