১৪ই আগস্ট সোমবার সকাল ১০ টায় লিডার্সের প্রধান কার্যালয়ে জার্মান দাতা সংস্থা ‘ব্রেড ফর দ্য ওয়ার্ল্ড’এর আর্থিক সহযোগিতায় “জলবায়ু পরিবর্তনে ঝুঁকিপূর্ণ জনগণের জীবন—জীবিকা নিরাপত্তা শক্তিশালীকরণ কার্যক্রম”এর আওতায় উপকূলীয় এলাকায় জলবায়ু পরিবর্তনজনিত বিপন্ন মানুষের দূযোর্গের ঝুঁকি মোকাবেলার উদ্দেশ্যে দিনব্যাপী এক দুর্যোগ ঝুঁকিহ্রাস কর্মপরিকল্পনা প্রনয়ন কর্মশালার আয়োজন করা হয়।
এই কর্মশালায় শ্যামনগরের গাবুরা ইউনিয়নের দুর্যোগ ঝুঁকিহ্রাস কর্মপরিকল্পনা প্রনয়ন করা হয়। কর্মশালা শেষে পরিকল্পনা অনুযায়ী কার্যক্রম বাস্তবায়নে একটি তহবিল গঠন করা হয়।
সেন্টার ফর কোস্টাল ক্লাইমেট রেজিলিয়েন্ট-এ আয়োজিত এই কর্মশালায় গাবুরা ইউনিয়নের ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও ইউনিয়ন জলবায়ু সহনশীল ফোরামের ৩০ জন প্রতিনিধি নিয়ে উক্ত কর্মশালার উদ্বোধন করা হয়।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ১২ নং গাবুরা ইউনিয়নের ভারপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান মোঃ রবিউল ইসলাম, সভাপত্বি করেন লিডার্স এর প্রোগ্রাম ম্যানেজার আলীম আল রাজী, আরও উপস্থিত ছিলেন লিডার্স এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ।
এই কর্মশালায় সহায়কের ভূমিকা পালন করেন প্রবীন উন্নয়নকর্মী জনাব রণজিৎ কুমার মন্ডল। জলবায়ু পরিবর্তন বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলকে বিভিন্ন সংকটের সামনে দাঁড় করাচ্ছে। বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকুলীয় এলাকার সমস্যা সমাধানে দরকার জনগণের সম্মিলিত উদ্যোগ এবং পরিকল্পনার সঠিক বাস্তবায়ন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]