নিজে চালকের আসনে বসে জিপগাড়ি চালিয়ে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার নিজ গ্রাম সুখ বিলাসসহ আশপাশের গ্রাম ঘুরে ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডঃ হাছান মাহমুদ।
(৩রা মে) মঙ্গলবার দুপুর নাহাদ সহধর্মিণী নুরান ফাতেমাসহ তথ্যমন্ত্রী গ্রামের বিভিন্ন বাড়ি ঘুরে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন এ বিষয়টি নিশ্চিত করেছেন মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা এমরুল করিম রাশেদ।
এমরুল করিম রাশেদ জানান, মন্ত্রী গ্রামের বিভিন্ন মেঠোপথ ধরে মুরব্বিদের সঙ্গে ঈদের সালাম ও শুভেচ্ছা বিনিময় করেন। পরিবার-পরিজন নিয়ে মন্ত্রী এ সময় সাধারণ মানুষের সঙ্গে মিশে যান। একপর্যায়ে গ্রামের হাটে একটি চায়ের দোকানে সহধর্মিণীসহ বসে বাল্যবন্ধু, দলীয় নেতা-কর্মীসহ স্থানীয়দের নিয়ে চা পান করেন।
এর আগে সকাল সাড়ে আটটায় সুখবিলাস ঈদগাহে ঈদুল ফিতরের নামাজ আদায় করেন তিনি।
এ সময় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চেয়ারম্যান আবু জাফর, তথ্যমন্ত্রীর বাল্যবন্ধু অনুপম বড়ুয়া, মো. নুনু, তাতু বড়ুয়া, রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের সভাপতি শামসুদ্দোহা সিকদার আরজু, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুছসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ যোগ দেন।
স্থানীয় রফিকুল আলম জানান, প্রতি ঈদে গ্রামে এসে বাল্যবন্ধু যারা, তাদের সঙ্গে নিয়ে যেভাবে গ্রামের মানুষের সঙ্গে মিশে যান, সেটা এক অনন্য দৃষ্টান্ত। এ সময় তিনি ধর্ম-বর্ণনির্বিশেষে গ্রামের সব সম্প্রদায়ের মানুষের খোঁজখবর নেন এবং ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]