নিজস্ব প্রতিবেদক: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন সাতক্ষীরা-১(তালা-কলারোয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ফিরোজ আহম্মেদ স্বপন ও আ'লীগ নেতৃবৃন্দ।
সোমবার (১৫ জানুয়ারি) বেলা ১২টায় তালা-কলারোয়ার শতাধিক নেতাকর্মী সহ জাতির পিতার সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে সকলেই পবিত্র ফাতেহা পাঠ, দোয়া ও বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পিতা-মাতা সহ ১৫ আগস্টের কিল রাতে নিহত সকল শহিদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করেন।
এসময় উপস্থিত ছিলেন-কলারোয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সাতক্ষীরা জেলা আ'লীগের সদস্য আমিনুল ইসলাম লাল্টু, তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনদ কুমার, কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম আলীমুর রহমান,উপজেলা মহিলা আ'লীগের সভাপতি ও এমপি পত্নী অধ্যাপক সুরাইয়া ইয়াসমিন রত্না, ইউপি চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু ,রবিউল ইসলাম ,ইউপি চেয়ারম্যান ও কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বেনজীর হোসেন হেলাল, সাবেক ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম, ভূট্টোলাল গাইন সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]