কত কল্পনা মাথাচাড়া দেয়
কত ভ্রম মনেতে আমার
রিপুর তাড়না ইন্দ্র ছুঁয়েছে
মন বলছে আজ পাবো তোমায়।
নির্ঘুম রাতের অবসন্ন আঁধারে
কি যেনো হয় কেমন লাগে
পুরনো চিঠির কথামালা পড়ে
আশার আলো মনেতে জাগে।
কৌতুহলী মন কোমলতা খোঁজে
লুকানো আঁচলের ভাঁজে
নিটোল চারণার একেকটি ছন্দ
স্পৃহা জাগায় প্রতিটি কাজে।
ক্ষণিকের এই আবেদন মোহিত হোক
তোমারই অন্তরে
মনোবীণার তার ভারী হয়ে ওঠে
দুর্লভ কোন প্রান্তরে।
তোমার দেখানো স্বপ্ন আশ্বাস
আমার কাছে দামী
নিস্তব্ধতার প্রাচীরে আচ্ছাদিত মোর
কোমল অন্তর্যামী।
অসীমের পথে অলক্ষ্যে হাঁটি
নিজেকে দিয়ে সান্ত্বনা
জীবন প্রণালীর অনন্ত আবহে
সুস্থতার তরে এই প্রার্থনা।
নিষ্ঠুর নিয়তির বিষাক্ত ছোবলে
হবে কি পূরণ সব শূন্যতা!
বিক্ষত মন খুঁজে ফিরেছে
পেয়ে যেতে সব পূর্ণতা।
গোধূলি বেলায় অকপটে ভাবি
বলাকা সারি দেখে
প্রমত্ততার আশ্বাস সত্যি হলে
ফিরে যাবো হাতে-হাত রেখে।
নদী মোহনায় মিলিত হয়ে
যে কথাটি বলবো তোমার,
"এ লগ্ন থেকে কথা দাও তুমি
ছেড়ে যাবে না কভু আমার।"
কলমে-
ডা. গোলাম রহমান ব্রাইট
®নাবিহা ফ্যাশন হাউস,
গ্রাম- ফরিদপুর,
থানা- কালিগঞ্জ, জেলা- সাতক্ষীরা।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]