বিজয় ক্ষণে স্মৃতিরা সব উঁকি দেয় মনের ফাঁকে
রক্তমাখা লাশ একের পর এক পড়ে ছিল পথের বাঁকে।
বিজয় এসেছিল শেখ মুজিবের বজ্রকণ্ঠি সেই ডাকে
সারা বাংলার মানুষ সেদিন বেরিয়েছিল ঝাঁকে ঝাঁকে।
তাজা রক্তে ভেজা রাজপথ রক্তে গড়া এই দেশ
চিরস্মরণীয় বিজয়গাঁথার কথা অল্পে হবে না শেষ।
যোদ্ধারা সেদিন যুদ্ধ করে জানের বাজি রেখে
পাক সেনারা ভয়ে কাঁপে বাঙালির সাহস দেখে।
কত বাঙালি শহীদ হলো খালি হলো মায়ের বুক
লাখো মানুষের আহাজারিতে বিদীর্ণ সকল সুখ।
পঁচিশে মার্চে ভয়াবহ আক্রমণ করেছিল এসে তারা
ন'মাসের যুদ্ধে বাংলার মানুষ হয়েছিল সজন হারা।
পরাজিত হয়ে পাক সেনারা পালালো অবশেষে
কত ত্যাগ আর তিতিক্ষার পরে বিজয় এলো হেসে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]