ঘন কুয়াশার কবলে কলারোয়া উপজেলা, ফজরের নামাজের পরেই লক্ষ করা যায় চারিদিকে কুয়াশায় আচ্ছন্ন, ২০ থেকে ৩০ ফুট দ্রুত্ব কোন মানুষকে চিনার লাইন নাই।
রাস্তা-ঘাট যানবহন চলাচলে চরম ঝুকিপূর্ণ ময় অবস্তার সৃষ্টি হয়েছে।
কলারোয়া উপজেলা মোড়ে ছবি সংগ্রহ করতে দেখা যায় এত বেশি কুয়াশা যে কেউ কারো সহজে চিনা যাচ্ছে না। বিভিন্ন যানবহন হেডলাইট জ্বালিয়ে দিয়ার পরেও সামনে অগ্রসর হতে পাচ্ছে না। ফলে সাবধানতার সাথে গাড়ি চালাতে হচ্ছে। যদিও সময় অনেক অপচয় হচ্ছে।
এ বিষয় উপজেলা মোড়ে আব্দুর রহমান বলেন, আমার বয়স সত্তর বছর আমি এতটা কুয়াশা কখনও দেখিনাই।
হাসপাতাল রোডের সোহাগ জানান, এত বেশি কুয়াশা কখনও দেখিনাই। গাড়ি চালক কামাল জানান আমি এখনই সাতক্ষীরা থেকে আসলাম যেখানে আমার সময় লাগে ৩০ মিনিট কলারোয়ায় আসতে সেখানে সময় লাগল ১ ঘন্টা ১০ মিনিট। তার পরেও করার কিছুই নাই। এটা আল্লাহর খেলা।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]