নিজস্ব প্রতিনিধি: চাকুরীর জন্য ঘুষ দিয়েও চাকুরী না পেয়ে ভবানিপুর ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফজারুল হককে পেটালেন ভূক্তভোগী ক্ষতিগ্রস্থ প্রার্থীরা। ঐ প্রধান শিক্ষক কোনদিন লাঙ্গলের জনসভা বা মিটিংয়ে যায়নি।
অথচ এই ঘটনাকে ভিন্নখাতে নিতে দোষ চাপানো হয়েছে ঈগল প্রতীকের সমর্থকদের উপর। এ যেন উদোর পিন্ডি বুদোর ঘাড়ে। সাতক্ষীরা-২আসনে লাঙ্গল প্রতীকের প্রার্থী এবং সমর্থকরা ভোটে নিশ্চিত পরাজয় ভেবে নির্বাচন থেকে সরে দাড়াতে পায়তারা করছে সেই সাথে মিথ্যাচার করছে এটা তারই বহি-প্রকাশ।
বৃহস্পতিবার (০৪ জানুয়ারী) প্রতিদিনের ন্যায় জুয়াখোর প্রধান শিক্ষক আফজারুল হক হাইস্কুল মোড়ে জুয়া খেলছিলেন। এসময় ভবানিপুর ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ে চাকুরীর কথা দিয়ে যাদের নিকট থেকে টাকা নিয়েছিল অথচ চাকুরী দেয়নি সেই সব ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা তাকে মারপিট করে। এদিকে এই মারপিটের ঘটনা সংসদ নির্বাচন কেন্দ্রীক বলে মিথ্যাচার করছে একটি স্বার্থান্বেষী মহল।
সম্প্রতি ৩টি পদে ৬/৭ জনের নিকট থেকে ১২/১৩ লক্ষ করে টাকা নিয়েছিল ঐ প্রধান শিক্ষক। ঐ টাকা সংগ্রহ করতে অনেকে ভিটা বাড়ি ও ধানের জমি বেঁচে টাকা দিয়েছিল ঐ প্রধান শিক্ষকের হাতে। পরে যারা ১৫ লক্ষ করে টাকা দিয়েছিল তাদেরকে চাকুরী দিয়েছে ঐ প্রধান শিক্ষক। সেই ঘটনার জেরে এই ঘটনা ঘটেছে। অথচ নিশ্চিত পরাজয় ভেবে নির্বাচন থেকে সরে দাঁড়াতে লাঙ্গল প্রতীকের প্রার্থী ও সমর্থকরা ঘোলা পানিতে মাছ শিকার করতে নেমেছে। সুষ্ঠুভাবে ও সঠিক তদন্ত করলে বেরিয়ে আসবে আসল ঘটনা। এব্যাপারে সংশ্লিষ্টদের আশু হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী ও সচেতন মহল।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]