ঘূর্ণিঝড় ইয়াসের এর কারণে বুধবার (২৬ মে) বুদ্ধ পূর্ণিমার ছুটির মধ্যেও খোলা থাকবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।
মঙ্গলবার (২৬ মে) রাতে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ঘূর্ণিঝড় ইয়াসের কারণে উপকূলীয় এলাকাসহ সারাদেশের ঘূর্ণিঝড় সংক্রান্ত তথ্য সংগ্রহ ও আদান-প্রদানের লক্ষ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের জাতীয় দুর্যোগ সাড়াদান ও সমন্বয় কেন্দ্র (এনডিআরসিসি), ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) অধিশাখা এবং সংশ্লিষ্ট শাখাসমূহ খোলা থাকবে।
আগামীকাল (বুধবার) সরকারি ছুটির দিনে সংশ্লিষ্ট শাখাসমূহের কর্মকর্তা-কর্মচারীদের যথাসময়ে অফিসে উপস্থিত থাকার জন্য নির্দেশনা দেয়া হয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
মঙ্গলবার বিকেলে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, প্রবল ঘূর্ণিঝড় ইয়াস আরও ঘণীভূত এবং উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বুধবার দুপুর নাগাদ উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূল অতিক্রম করতে পারে। ইতোমধ্যে বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে শুরু করেছে। বিভিন্ন স্থানে জলোচ্ছ্বাস দেখা দিয়েছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]