বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে ঘূর্নিঝড় ‘অশনি’ এ পরিণত হয়ে একই এলাকায় অস্থান করছে। এটি রবিবার সকাল ৬ টায় কলাপাড়া পায়রা সমুদ্র বন্দর থেকে ১২০৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিলো। তাই পায়রা সমুদ্র বন্দর সমূহকে ২ নম্বর দূরবর্তী হুশিয়ারী সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।
এর প্রভাবে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর কিছুটা উত্তাল রয়েছে। তবে প্রচন্ড দাবদাহে জনজীবনে অস্বস্তি বিড়াজ করলেও বাতাসের চাপ কিংবা নদ-নদীর পানির উচ্চতা এখনো বৃদ্ধি পায়নি।
আবহাওয়া অফিস জানায়, ঘূর্নিঝড় কেন্দ্রের ৫০ কিলোমিটার এর মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ৬২ কিলোমিটার যা দমকা অথবা ঝড়ো হাওয়া আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ফলে বঙ্গোপসাগরে অবস্থানরত ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। একই সাথে মৎস্য শিকারিদের গভীর সমুদ্রে বিচরণ না করতে বলা হয়েছে।
পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানা জানান, রবিবার সকালে গভীর নিন্মচাপটি ঘূর্নিঝড় অশনিতে রুপ নিয়েছে। ঘূর্নিঝড়টি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। তবে এটি কখন কোন এলাকায় আঘাত হানতে পারে সেটা এখনো নিশ্চত হওয়া যায়নি।
সৌজন্যে: আওয়ার নিউজ বিডি
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]