চট্টগ্রামের বাঁশখালীতে পুলিশ-বিএনপির সংঘর্ষের ঘটনায় পুলিশ তিনটি মামলা করেছে। এসব মামলায় আসামি করা হয়েছে বিএনপির ৪শ' নেতাকর্মীকে। এতে নাম উল্লেখ করা হয়েছে সাবেক প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান ও সদস্যসচিব মোস্তাক আহমেদসহ ৬৬ জনের।
শুক্রবার রাতে বাঁশখালী থানা পুলিশ বাদী হয়ে মামলাগুলো দায়ের করে।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন বলেন, ‘পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা এবং মানুষের চলাচলে বাধা দেওয়ার অভিযোগে তিনটি মামলা করা হয়েছে। ভিডিও ফুটেজ দেখে ৬৬ জনকে চিহ্নিত করা গেছে। মামলাগুলোতে ৪০০ জনকে আসামি করা হয়েছে।
জ্বালানি তেল ও পরিবহন ভাড়া বৃদ্ধি, লোডশেডিং এবং ভোলায় দুই নেতাকে হত্যার প্রতিবাদে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে গত শুক্রবার বাঁশখালী উপজেলা ও পৌরসভা বিএনপি বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।
সেদিন পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে ১৫ পুলিশ সদস্যসহ কমপক্ষে ৪৫ জন আহত হন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]