নিজস্ব প্রতিনিধি : কলারোয়ার চন্দনপুর ইউনাইটেড ডিগ্রী কলেজে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৫ মে ২০২৪ (বুধবার) মুসা আনসারী স্মৃতি পাঠাগারের উদ্যোগে কলেজ অডিটোরিয়াম অনুষ্ঠানটির আয়োজন করা হয়।
কলেজ গভর্নিং বডির সদস্য প্রফেসর মো. আবু নসরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মুসা আনসারী স্মৃতি পাঠাগারের স্বত্বাধিকারী বিকাশ সউদ আনসারী, বিশেষ অতিথি ছিলেন- গাজীপুর ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের বিভাগীয় প্রধান ডাঃ নন্দিতা নাজমা ও জিবন নেসা।
এছাড়াও উপস্থিত ছিলেন- চন্দনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডালিম হোসেন, কলেজ গভর্নিং বডির সদস্য এ্যাড. কামাল রেজা, অথৈ ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী মো. মশিউর রহমান, ইউপি সদস্য হেলাল আনসারী, সমাজসেবক হারুন-অর-রশিদ ও মাওলা বক্স।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. রুস্তম আলী।
অনুষ্ঠানে মুসা আনসারী স্মৃতি পাঠাগারের পক্ষ থেকে দ্বাদশ শ্রেণির ২জন ছাত্রীকে শিক্ষাবৃত্তির অর্থ প্রদান করা হয়। এছাড়াও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করা হয়।
অনুষ্ঠান শুরুর আগে অতিথিরা কলেজের এম.আর ভবনে অবস্থিত মুসা আনসারী স্মৃতি পাঠাগার পরিদর্শন করেন। এসময় তারা পাঠাগারের সমৃদ্ধিকল্পে সেখানে একটি সংক্ষিপ্ত মতবিনিময় করেন।
সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন- ইংরেজী বিভাগে জ্যেষ্ঠ প্রভাষক মো. হুমায়ূন কবীর।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]