সাভারে একটি প্রাইভেটকার চলতে চলতে হঠাৎ করে আগুন ধরে যায়। আগুনে প্রাইভেটকারটি সম্পূর্ণ পুড়ে গেলেও এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সোমবার রাত ৯ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাজার বাসস্ট্যান্ডে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, ঢাকা-আরিচা মহাসড়কের আরিচাগামী লেনে একটি চলন্ত প্রাইভেটকারে আগুন লেগে যায়। পরে সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নেভায়। তবে তত সময়ে পুড়ে যায় পুরো প্রাইভেটকারটি।
এই ঘটনায় কোনো হতাহত না হলেও আগুনের ঘটনায় ঢাকা-আরিচা মহাসড়কের উভয় লেনে যানবাহন চলাচল বন্ধ থাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
ফায়ার সার্ভিসের প্রাথমিকভাবে ধারণা, এসির কমপ্রেসর ওভারহিট হয়ে প্রাইভেটকারটিতে আগুন লেগে যায়। তবে কেউ কেউ বলছে সিলিন্ডার বিস্ফোরণ থেকেই আগুনের ঘটনা ঘটেছে।
এ বিষয়ে সাভার হাইওয়ে থানার পরিদর্শক সাজ্জাদ করিম জানান, ঢাকা-আরিচা মহাসড়কের আরিচাগামী লেনে বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]