কলারোয়া উপজেলার সীমান্তবর্তী কেঁড়াগাছি থেকে কাকডাঙ্গার ইটের সলিং রাস্তাটি চলাচলের একেবারে অনুপযোগী হয়ে পড়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, রাস্তার মাঝখানে ইট উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এসময় এক সাইকেল আরোহীকে সাইকেলসহ রাস্তার পাশের মাঠের পানির মধ্যে পড়ে যেতে দেখা যায়।
পথচারীরা অনেকেই আক্ষেপ করে বলেন, দীর্ঘদিন রাস্তাটি সংস্কারের অভাবে আমরা ঠিকমত যাতায়াত করতে পারিনা। কোন পণ্যবাহী গাড়ি তো দূরেে থাক, নিজেরাই চলতে পারিনা।
সীমান্তের একটি গুরুত্বপূর্ণ এই রাস্তা দিয়ে কোন পণ্যবাহী গাড়িসহ সাধারণ কোন বাহন নিয়ে চলাচলের একেবারে অনুপযোগী হয়ে পড়েছে।
এ বিষয়ে কাকডাঙ্গা ওয়ার্ডের মেম্বারের কাছে ফোন করলে তিনি পরে কথা বলবেন বলে ফোন কেটে দেন।
এমতাবস্থায় রাস্তাটি দ্রুত সংস্কারের জন্য সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন এলাকার সচেতন মহল।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]