চলে গেলেন ইংল্যান্ডের সাবেক পেসার ও জনপ্রিয় ধারাভাষ্যকার রবিন জ্যাকম্যান। বড়দিনের উৎসবের মাঝেই শুক্রবার (২৫ ডিসেম্বর) ৭৫ বছর বয়সে মারা যান সাবেক এই ক্রিকেটার।
ইংল্যান্ডের হয়ে খেলা জ্যাকম্যান জন্ম নিয়েছিলেন ভারতের শিমলায়। ইংলিশদের হয়ে খুব বেশি ম্যাচ খেলা হয়নি তার। মাঠের পারফরমেন্স আশানুরূপ না হলেও ধারাভাষ্যে তিনি ছিলেন ব্যাপক জনপ্রিয়। ইংল্যান্ডের হয়ে টেস্ট খেলেছেন মাত্র ৪টি। তাতে রানসংখ্যা ৪২। এছাড়া ওয়ানডে ম্যাচ খেলেছেন ১৫টি।
আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি উল্লেখযোগ্য সংখ্যক প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন জ্যাকম্যান। প্রথম শ্রেণির ৩৯৯ ম্যাচে তিনি রান করেছেন ৫ হাজার ৬৮১। আর উইকেট নিয়েছেন ১৪০২টি।
ক্রিকেট থেকে অবসরের পর দক্ষিণ আফ্রিকায় চলে যান তিনি। সেখানেই ধারাভাষ্যকার হিসেবে নাম লেখান।
২০১২ সালে জনপ্রিয় এই ধারাভাষ্যকারের ক্যানসার ধরে পড়ে।
তার মৃত্যুতে আইসিসি’র পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে। এছাড়াও তাকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন সাবেক প্রোটিয়া অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]