শাহ জাহান আলী মিটন: বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৩ জুলাই) দুপুর ২ টায় সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির ২ নং বিল্ডিং এর ৩য় তলায় লাইব্রেরি রুমে এ সভা অনুষ্ঠিত হয়। জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরা শাখার আহবায়ক অ্যাডভোকেট আকবর আলীর সভাপতিত্বে ও সদস্য সচিব অ্যাডভোকেট নুরুল আমিন এর সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ন আহবায়ক অ্যাডভোকেট শহীদ হাসান, এডভোকেট এ বি এম সেলিম, অ্যাডভোকেট শাহারিয়ার হাসিফ, অ্যাডভোকেট জিএম ফিরোজ আহমেদ, অ্যাডভোকেট এ বি এম ইমরান শাওন, অ্যাডভোকেট সিরাজুল ইসলাম প্রমুখ।
এ সময় আইনজীবী ফোরামের আহবায়ক অ্যাডভোকেট আকবর আলী বলেন, আইনজীবীদের চাঁদাবাজি দুর্নীতির, বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। চাঁদাবাজি ও দুর্নীতিবাজদের কোন দল নেই। সবাইকে নিজ নিজ জায়গা থেকে সচেতন হতে হবে। এ সময় সভায় সকলের সম্মতি ক্রমে সিদ্ধান্ত হয় যে, আগামী ১৪ জুলাই সদস্য ফরম সংগ্রহ, বিকাল ৪ টায় বাইপাস সড়কে বৃক্ষরোপণ এবং প্রতি সপ্তাহের বুধবার ২ টার পর ৩১ দফার লিফলেট বিতরণ করা হবে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]