কাব্যকথা চট্টগ্রাম সাহিত্য উৎসবে চাটগাঁইয়া ভাষার কবিতা আবৃত্তি করে সাড়া ফেলেছে চটগ্রামের মেয়ে কথাসাহিত্যিক, শিশুসাহিত্যিক শাম্মী তুলতুল। ১৫ নভেম্বর ২০২৪ খ্রি. তারিখে চট্টগ্রাম থিয়েটার ইন্সটিটিউটে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়ে হয় ঢাকার সংগঠন কাব্য কথা চট্টগ্রাম সাহিত্য উৎসব। ওইদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত চলে অনুষ্ঠানের সারথি। অনুষ্ঠানে আটজনকে দেওয়া হয় সম্মাননা।
কাব্যকথার প্রতিষ্ঠাতা সভাপতি কবি পুতি সম্রাট জালাল খান ইউসুফি'র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খ্যাতিমান কবি স ম সামসুল আলম। তুলতুলকে অনুষ্ঠানের উত্তরীয় আর অভিনন্দন পত্র দিয়ে সম্মানিত করা হয়।
অনুষ্ঠান উপলক্ষে প্রকাশিত হয় কাব্য কথা সংকলন। যেখানে তুলতুলের "চাটগাঁ শঅর" শিরোনামে একটি আঞ্চলিক কবিতা স্থান পেয়েছে। তিনি অনুষ্ঠানস্থলে এই কবিতাটি আবৃত্তি করে সাড়া ফেলেছেন পাঠকহৃদয়ে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]