চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস (সিএ) ডিগ্রী পেলেন কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের হিজলদী গ্রামের কৃতিসন্তান মো. আমিনুর রহমান শান্ত এসিএ।
এই বছর ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ বাংলাদেশ (আইসিএবি) কর্তৃক প্রদত্ত সিএ ডিগ্রী অর্জন করেছেন তিনি।
আমিনুর রহমান শান্ত ২০০০ সালে চন্দনপুর হাইস্কুল থেকে বাণিজ্য শাখা হতে প্রথম বিভাগে এসএসসি এবং ২০০২ সালে বাণিজ্য বিভাগ থেকে কলারোয়া সরকারি কলেজ হতে স্টার মার্কস সহ প্রথম বিভাগে এইচএসসি পাস করেন। পরবর্তীতে তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ঢাকা কলেজ থেকে হিসাববিজ্ঞানে দ্বিতীয় শ্রেণীতে সম্মান এবং প্রথম শ্রেণীতে মাস্টার্স অব বিজনেস স্টাডিজ (এমবিএস) পাস করেন।
ছাত্র থাকাকালীন সময় থেকে তিনি একজন পেশাজীবী হিসাব বিজ্ঞানী হওয়ার স্বপ্ন দেখতেন। সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য তিনি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) এর অধীনে বাংলাদেশর স্বনামধন্য ফার্ম এ. কাশেম এন্ড কোম্পানিতে (যা বিগ ফোর নামে খ্যাত) ভর্তি হন। তিনি এ. কাশেম এন্ড কোম্পানিতে সিএ কোর্স সম্পন্ন করেন। কোর্স চলাকালীন সময়ে তিনি দেশী এবং বিদেশি বহু কোম্পানীতে নিরীক্ষা কার্যক্রম সহ সংশ্লিষ্ট পেশাজীবী কাজ দক্ষতার সাথে সম্পন্ন করেন এবং বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন।
বর্তমানে তিনি একটি গ্রুপ অব কোম্পানিজ এ উচ্চপদে কর্মরত আছেন।
আমিনুর রহমান এসিএ ১৯৮৪ সালে ১৩ সেপ্টেম্বর সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার হিজলদি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি দুই ভাই ও দুই বোনের মধ্যে দ্বিতীয়। তিনি বাবা মোহাম্মদ আকবর আলী এবং মাতা মৃত সফুরা খাতুনের বড় ছেলে।
ছোটবেলা থেকেই তিনি ইসলামিক চিন্তাশীল এবং বিভিন্ন সামাজিক উন্নয়ন কার্যক্রমে নিজেকে সম্পৃক্ত রেখেছেন। তিনি বই পড়তে এবং ভ্রমণ করতে পছন্দ করেন। ভবিষ্যতে তিনি একজন দক্ষ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস (পেশাজীবী হিসাববিজ্ঞানী) হিসেবে সরকারের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চান।
তিনি সকলের দোয়া প্রার্থী।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]