ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় প্রতক্ষ্যদর্শী এক শিক্ষার্থী জানিয়েছে, আমার চোখের সামনেই বিমানটি স্কুলভবনে বিধ্বস্ত হয়েছে।
স্কুলের দশম শ্রেণির এ ছাত্র বলে, আমাদের পরীক্ষা ছিল। পরীক্ষা দিয়ে বের হয়ে দাঁড়িয়ে ছিলাম। তখন আগুন ধরা বিমানটি আমার চোখের সামনেই বিল্ডিংয়ে আঘাত করে। ওই ঘটনায় আমার এক বন্ধু নিহত হয়েছে।
সে আরও বলে, আমার বেস্ট ফ্রেন্ড, পরীক্ষার হলে একসঙ্গে ছিল। আমার চোখের সামনে মারা গেছে। স্কুল গেটের ভেতরে অনেক গার্ডিয়ান দাঁড়িয়ে ছিলেন, আর ছোট শিক্ষার্থীরা ছুটির টাইমে বের হচ্ছিল। তখন গার্ডিয়ানদেরসহ প্লেনটা ভিতরে ঢুকে গেছে।
স্কুল ছুটির মুহূর্তে প্রশিক্ষণ বিমানটি ক্যাম্পাসে বিধ্বস্ত হয় বলে জানিয়েছেন সেখানকার শিক্ষক-শিক্ষার্থীরা। ফলে হতাহতদের মধ্যে বেশ কয়েকজন অভিভাবকও রয়েছেন বলে জানা গেছে।
এর আগে সোমবার (২১ জুলাই) দুপুরে রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন কলেজের মেইন ক্যাম্পাসে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। বিমান বিধ্বস্তের ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত ১৯ জন নিহত হয়েছেন।
সোমবার (২১ জুলাই) বিকেলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল এ তথ্য নিশ্চিত করেছেন।
বিমান বিধ্বস্তের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ শুরু করে। পরে আরও দুটি ইউনিট যোগ দেয়। উদ্ধার তৎপরতা ও আইনশৃঙ্খলা রক্ষায় যুক্ত হয়েছে বিজিবির ২ প্লাটুন সদস্য। দুপুর ১টা ২২ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। বর্তমানে উত্তরা, টঙ্গী, পল্লবী, কুর্মিটোলা, মিরপুর ও পূর্বাচল ফায়ার স্টেশনের ইউনিটগুলো যৌথভাবে কাজ চালিয়ে যাচ্ছে।
আইএসপিআর জানায়, বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করেছিল এবং মাত্র ১২ মিনিট পর এটি দুর্ঘটনার শিকার হয়ে মাইলস্টোন ক্যাম্পাসে বিধ্বস্ত হয়।
সূত্র : বিবিসি বাংলা
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]