সাতক্ষীরা প্রতিনিধি: ছেলেরা বিদেশ থাকার সুযোগে সাতক্ষীরার দেবহাটা উপজেলায় এক বৃদ্ধ’র জমি দখল করে নিয়েছেন প্রতিপক্ষরা। গত শনিবার সাতক্ষীরার দেবহাটা উপজেলার পুষ্পকাটি মাঝেরপাড়া এলাকায় ওই ঘটনা ঘটে।
সরেজমিনে গেলে পুষ্পকাটি গ্রামের মৃত নাজের আলী সরদারের ছেলে ভূকৃতভূগী আলহাজ্ব হাজী সামছুর রহমান সরদার বলেন, পুষ্পকাটি মৌজার ১১৭ নং হাল খতিয়ানের ২৬০ দাগের ২১ শতক জমি ও ৮৮ খতিয়ানের ২৫৯ দাগের ৩৯ শতক জমির মধ্যে পৈত্রিক সূত্রে ২০ শতক এবং আমার ভাবী সুফিয়া ও আমেনার ক্রয়কৃত ৭ শতক জমি আমি এওয়াজ সূত্রে ভোগ দখল করি। তবে গত শনিবার সকালে হাতে দেশীয় ছুরি, বাঁশ, লোহার রড, ক্রেস, কুরাল দা ও কাটের বাটাম নিয়ে মৃত মোক্তার সরদারের ছেলে ও ওয়ার্ড আ.লীগের সম্পাদক সাহারাত হোসেন, তার ভাই ও ওয়ার্ড আ.লীগের সদস্য নবায়ন ও সংগ্রহ তালিকার ২৪ নং সদস্য মোশাররফ হোসেনের নেতৃত্বে ইকবল হোসেন, মৃত ইমান সরদারের ছেলে সাইফুল ইসলাম, মৃত রহিম সরদারের ছেলে আব্দুস সবুর, সবুরের ছেলে নূরনবী ও বাবু, সিরাজুল ইসলামের স্ত্রী মাফুরা খতুন, মৃত আব্দুল হাকিম সরদারের ছেলে গোলাম হোসেন, মিজানুর রহমানের ছেলে আব্দুল্লাহ ওরফে মাতু, আব্দুল বারী সরদারের ছেলে তৈয়ব আলী, নূর ইসলামের ছেলে ফারুক হোসেন দেশীয় ছুরি, বাঁশ, লোহার রড, ক্রেস, কুরাল দা ও কাঠের বাটাম নিয়ে আমাদের ২৭ শতক জমি দখল করে নিয়েছে। আমার ঝাড়ের বাশ কেটে বেড়া দিয়ে আমার জমি দখল করে নিয়েছে।
তিনি আরো বলেন, ওই জমিতে আমরা ৯০ সালে ঘরবাড়ী করে বসবাস করি। তবে এদের নির্যাতনে আমরা ২ বছর আগে আলীপুর এসে বসবাস শুরু করি। ওই জমিতে আমার বসতীয় ঘর এখনও বিদ্যমান আছে। এখনও ওই বাড়ির ভেতরে ডিপ টিউবওয়েল আছে, যার পানি এখনও এলাকাবাসী নিয়ে যায়। আমার তিন ছেলে প্রবাসী। তাদের অবর্তমানে আমার জমিগুলো দখল করে নিল! আমি এ ব্যাপারে সেনাবাহিনী ও পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]