জনতা ব্যাংক সাতক্ষীরা এরিয়া অফিসে বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার বিকালে জনতা ব্যাংক সাতক্ষীরা এরিয়া অফিসে বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি যুক্ত হন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো: নজরুল ইসলাম।
পরে ফিতা কেটে কর্নারের উদ্বোধন করেন জনতা ব্যাংক খুলনা বিভাগীয় কার্যালয়ের জেনারেল ম্যানেজার ও অনুষ্ঠানের বিশেষ অতিথি ছগীর আহমেদ।
জনতা ব্যাংক সাতক্ষীরা এরিয়া প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মো: হামিদুল হকের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন খুলনা এরিয়া অফিসের উপ-মহাব্যবস্থাপক মো: মিজানুর রহমানসহ সাতক্ষীরা এরিয়া অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও সিবিএ নেতৃবৃন্দ।
এছাড়াও জেলার সকল শাখা ব্যবস্থাপক ভার্চ্যুয়ালি সংযুক্ত ছিলেন।
প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: নজরুল ইসলাম বলেন, আজ আমরা যে যেখানেই আছি, তা সবই বঙ্গবন্ধুর অবদান। বঙ্গবন্ধুর কারনে আমরা স্বাধীন ভূখন্ড পেয়েছি। যে কারনে আজ আমরা এই পর্যায়ে পৌছাতে পেরেছি। আজ বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা জাতির জনকের সেই স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন। বঙ্গবন্ধু কর্নারের মাধ্যমে বর্তমান প্রজন্ম বঙ্গবন্ধুর জীবন ও কর্ম সম্পর্কে জানতে পারবে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]