জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিবের ছয়টি পদ সংরক্ষিত থাকবে। এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়।
উপসচিব তৌহিদ বিন হাসান সাক্ষরিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের উর্ধ্বতন নিয়োগ-৩ শাখার প্রজ্ঞাপন মঙ্গলবার সকালে জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, উপর্যুক্ত বিষয় ও সূত্রোক্ত স্মারকদ্বয়ের পরিপ্রেক্ষিতে উপসচিব (ক্যাডার বহির্ভূত)-এর ৬ (ছয়) টি পদ নির্দেশক্রমে অস্থায়ীভাবে সংরক্ষণ করা হলো।
প্রসঙ্গত, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উর্ধ্বতন নিয়োগ-৩ শাখার মঙ্গলবারের আদেশ অনুযায়ী উপসচিবের (ক্যাডার বহির্ভূত) ৬টি পদ সংরক্ষণ করা হয়। এর ফলে উপসচিব (ক্যাডার বহির্ভূত) মোট সংরক্ষিত পদের সংখ্যা দাঁড়ালো ১৫ টি। সিনিয়র সার্ভিসেস পুল আদেশ, ১৯৭৯ এর তফসিলে উপসচিবের মোট পদ ছিল ২৬৩টি। সে অনুযায়ী উপসচিব (সচিবালয়) ক্যাডারের জন্য ১০ শতাংশ হারে মোট ২৬টি বরাদ্দ ছিল। উক্ত ২৬টি পদের এক-তৃতীয়াংশ হারে ৯টি পদ ক্যাডার বহির্ভূতদের জন্য ইতোপূর্বে সংরক্ষিত ছিল।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]