সনাতন হিন্দু সম্প্রদায়ের দেবতা ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে বেনাপোল বন্দরে আমদানি-রফতানি কার্যক্রম সাময়িক বন্ধ রয়েছে। তবে ভারতে আটকে পড়া পাসপোর্টধারী যাত্রীরা আসতে পারেন।
মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ পথে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকে।
বেনাপোল কাস্টমস হাউজের এডি আতিকুর রহমান জানান, শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে বেনাপোল বন্দরের সঙ্গে ভারতের পেট্রাপোল বন্দরের সব ধরনের পণ্যের আমদানি ও রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে। বুধবার সকাল থেকে পুনরায় এ পথে বাণিজ্যিক কার্যক্রম সচল হবে।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ওসি মহাসিন খান জানান, বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকলেও ইমিগ্রেশন খোলা ছিলো।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]