সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কালীগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে পিটিয়ে গৃহবধূর পা ভেঙে দিয়েছে প্রতিপক্ষরা। আহত গৃহবধূ বর্তমানে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে উপজেলার মথুরেশপুর ইউনিয়নের রায়পুর পল্লীতে এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী গৃহবধূ ওই এলাকার আব্দুল আজিজের স্ত্রী আয়শা খাতুন (৩০) সাংবাদিকদের জানান, দীর্ঘদিন জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ঘটনার সময় পূর্ব পরিকল্পিতভাবে তাকে বাঁশ, লোহার রড দিয়ে পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানসহ পা ভেঙে দিয়েছে একই এলাকার মৃত রহিম মোড়লের ছেলে শহিদুল ইসলাম ও আইজুল ইসলাম, মৃত কুরবান কারিগরের ছেলে রবিউল ইসলাম, মৃত রহিমের ছেলে গ্রাম ডাক্তার আজিজুল ইসলাম, মৃত আহম্মাদ কারিগরের ছেলে মোস্তফা কারিগর, নুর মোহাম্মদ গাজীর ছেলে আফসার গাজীসহ তাদের দলবল।
এই ঘটনায় ভুক্তভোগী ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে। মারাত্মক জখম ওই গৃহবধূ বর্তমানে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]