জমিজমা সংক্রক্রান্ত বিরোধের জেরে এক নারীকে প্রতিপক্ষরা হুমকী দেওয়ায় ওই নারী জীবনের নিরাপত্তা দাবি করে সাতক্ষীরা সদর থানায় সাধারণ ডায়েরি করেছেন। জিডি নং: ১৫৮৯, তারিখ: ২৬-০২-২০২৩।
সাধারণ ডায়েরিতে সদর উপজেলার শিবপুর ইউনিয়নের পরাদাহ গ্রামের মো: আইয়ুব আলীর কন্যা শেফালী খাতুন (২৭) উল্লেখ করেন জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে সদর উপজেলার নীলেখালি গ্রামের মৃত মাদার কর্মকারের ছেলে কালিপদ কর্মকার ও তার তিন ছেলে যথাক্রমে কিনু কর্মকার (৪০), উত্তম কর্মকার (৩৫) ও গৌতম কর্মকার (২৪) গত শনিবার (১৮-০২-২০২৩) দুপুর ২.৩০ মিনিটের সময় শেফালী খাতুনের নিজের বাড়িতে এসে হুমকী দেয়।
শেফালী খাতুন বলেন, আমাকে তারা বলে যে তোর বাড়ি ও জমি ছেড়ে এখান থেকে চলে যেতে হবে। আর কোনদিন তুই এই বাড়িতে আসবিনা। আসলে বিভিন্ন মামলা ও অবৈধ জিনিষপত্র রেখে তোকে জেল খাটাবো। তোকে খুন করে ফেলব।
শেফালী বলেন, এই জমি নিয়ে সাতক্ষীরা অতিরিক্ত জেলা জজ ২য় আদালতে একটি প্রিভেনশন মামলা চলমান আছে। মামলা নং-২৩/১৭। এরই সূত্র ধরে বিভিন্ন সময়ে আমার বাড়ির গাছপালা কর্তন করে, ঘরের চালে ঢিল মারে এবং রাতে ঘরের দরজা ধাক্কাধাক্কি করে। এমতাবস্থায় আমি চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। এব্যাপারে তিনি জীবন ও সম্পদের নিরাপত্তা দাবি করে সাধারণ ডায়েরি করেছেন।
এবিষয়ে সাতক্ষীরা সদর থানার এসআই (নিরস্ত্র) মোঃ ইসমাইল হোসেনকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য অফিসার ইনচার্জ আবু জিহাদ ফখরুল আলম খান নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]