সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার দেবহাটার পুষ্ফকাঠিতে জমির বিরোধকে কেন্দ্র করে ২০ জন এর নাম উল্লেখ সহ একই গ্রামের অর্ধশত ব্যক্তির নামে থানায় মামলা দায়ের করেন পুষ্ফকাঠি গ্রামে আঃ করিমের পুত্র আবুল হাসান । মামলা সুত্রে জানাযায় পুষ্ফকাঠি এলাকায় মিলন হোসেন গংদের সাথে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ সৃষ্টি হয়। চলতি মাসের ২০ তারিখে উভয় পক্ষ উক্ত জমি নিজেদের নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এক পর্যায় উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে, ফারুক হোসেন, নুরনবী ও হাসিনা, সাব্বিরসহ আরো অনেকেই মারাত্মক আহত হয়ে দেবহাটা উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। উক্ত বিষয়ে আবুল হাসান বাদী হয়ে দেবহাটা থানায় ২০ জনের নামে মামলা করে,মামলা নং ৬। উক্ত মামলার আসামি হলেন যথা মিলন হোসেন পিতা মোকসেদ আলী, কমলা খাতুন গ্রাম ভোমরা। টুটুল, রফিকুল ইসলাম, শহিদুল ইসলাম, মনিরুল ইসলাম, সোয়ানা পারভীন, অহিদু ইসলাম। আসাদুল ইসলাম, মাসুদ, রাজু, আরিফুল ইসলাম, রিপন হোসেন, খালিদা খাতুন, গ্রাম পুষ্ফকাঠি। মেহেদী হাসান, শাহআলম, মুরশিদ আলম, আমের আলী,সৈয়দ আলী, জিয়াউর রহমান পিতা আলতাফ হোসেন গ্রাম কুলিয়াসহ আরো অজ্ঞাত ১৫/২০ এর নামে মামলা করেন। এবিষয়ে দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এপ্রতিবেদককে বলেন মামলা তদন্ত করে আইনের ব্যবস্থা করা হবে এবং কাজ চলমান আছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]