বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে স্কটল্যান্ডের গ্লাসকোতে গেলেন জাতীয় দৈনিক আমাদের সময়ের কুটনৈতিক প্রতিবেদক আরিফুজ্জামান মামুন। তিনি গতকাল সোমবার রাত্র ১টায় এমিরেটরস এয়ার লাইনসের একটি ফ্লাইটে স্টকল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।
সম্মেলনে যোগ দিতে ইতিমধ্যে গ্লাসকোতে অবস্থান করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাংবাদিক মামুন জলবায়ু সম্মেলনের নিউজ কাভার সহ লন্ডন সফর করবেন।
জলবায়ু সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ ১২০টি দেশের সরকার ও রাষ্ট প্রধানগন অংশ নিবেন।
আরিফুজ্জামান মামুন কুটনৈতিক প্রতিবেদক হিসাবে দীর্ঘদিন পররাষ্ট্র ও বৈদেশিক সম্পর্ক বিষয়ে সাংবাদিকতা পালনে এর আগে চীন, ভারত, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত, শ্রীলঙ্কা, নেপাল সফর করেছেন।
দায়িত্ব পালন ও ভ্রমন শেষে আগামী ১৬ নভেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে। তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।
আরিফুজ্জামান মামুন কলারোয়া পৌরসভার ৭নং ওয়ার্ড দক্ষিণ মুরারীকাটি গ্রামের বাসিন্দা। তিনি ২ ভাই ও ২ বোনের মধ্যে বড়। তিনি কলারোয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, দৈনিক কাফেলা, সাতক্ষীরার নিজিস্ব প্রতিনিধি প্রবীণ সাংবাদিক আনোয়ার হোসেনের জ্যেষ্ঠ পুত্র।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]