ইয়ুথ ক্লাইমেট হ্যাকথন প্রতিযোগিতায় প্রথম রানার-আপ হয়েছেন সাতক্ষীরার তরুণ জলবায়ু আন্দোলন কর্মী এস এম শাহিন আলম। গেল রোববার (১০ অক্টোবর) কক্সবাজারে অনুষ্ঠিত প্রতিযোগিতার চূড়ান্ত রাউন্ড শেষে শাহিন আলমের হাতে প্রথম রানার-আপের সম্মাননা স্মারক ও স্বীকৃতিপত্র তুলে দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য তানভীর শাকিল জয় এমপি।
ইপসা পানের ছড়া শাখায় ব্রিটিশ কাউন্সিলের প্রকাশ প্রোগ্রামের সহযোগিতায় ইপসা-ফেয়ারার লেবার মাইগ্রেন বাংলাদেশ প্রকল্পের আয়োজনে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।
ইপসা’র প্রোগ্রাম ম্যানেজার আবদুস সবুরের সঞ্চালনা ও কক্সবাজার আঞ্চলিক প্রধান খালেদা বেগমের সভাপতিত্বে প্রতিযোগিতার বিচারকার্য সম্পন্ন করেন ইপসার হেড অব রেসপন্স শহিদুল ইসলাম ও ইয়ুথ নেট ফর ক্লাইমেট জাস্টিসের সমন্বয়ক সোহানুর রহমান।
প্রতিযোগিতায় জলবায়ু সংকট মোকাবেলায় তরুণদের উদ্যোগ নিয়ে ৬৫ জন প্রতিযোগী তাদের পরিকল্পনা জমা দেন। প্রাথমিক বিচার কার্য শেষে ১২ জন তরুণ জলবায়ু কর্মী ফাইনাল রাউন্ডে তাদের প্রকল্প উপস্থাপনের সুযোগ পায়।
ফাইনাল রাউন্ডে প্রথম হয়েছেন চট্টগ্রামের মিনা আক্তার, প্রথম রানার-আপ হয়েছে সাতক্ষীরার এস এম শাহিন আলম ও দ্বিতীয় রানার-আপ হয়েছেন কক্সবাজারের জিমরান মোহাম্মাদ সায়েক।
প্রতিযোগিতায় সাতক্ষীরার তরুণ জলবায়ু কর্মী এস এম শাহিন আলম সুন্দরবন উপকূলের আদিবাসী মুন্ডা সম্প্রদায়ের সমস্যা, সমাধান ও জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা মোকাবেলায় মুন্ডা যুবদের নেতৃত্ব বিষয়ক পরিকল্পনা উপস্থাপন করেন।
শাহিন আলম সাতক্ষীরা সরকারি কলেজের স্নাতক প্রথম বর্ষে অধ্যয়নের পাশাপাশি পরিবেশবাদী সংগঠন ইয়ুথনেটের জেলা সমন্বয়ক ও সাতক্ষীরা স্টুডেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]