সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহা ইউনিয়নের রেইউ বাজারে অবস্থিত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কল্যাণ কেন্দ্রটির ভিতর বৃষ্টির পানিতে জমে গেছে হাটু পানি। এতে স্বাস্থ্য সেবা হচ্ছে বিঘ্নিত। স্বাভাবিকভাবেই নানান বয়সীদের কেন্দ্রের মধ্যে প্রবেশে দেখা দিয়েছে অনীহা।
সরেজমিনে দেখা গেছে, স্বাস্থ্য কেন্দ্রের ভিতরে প্রবেশ মুখে বর্ষার সামান্য পানিতেই জমে যাচ্ছে হাটু পানি। পানি অপসারণের বিকল্প ব্যবস্থা না থাকায় জমে থাকা পানিতে বিভিন্ন জীবানু সহ মশা ডিম পাড়ছে। হচ্ছে প্রচুর কাদাও। সবমিলিয়ে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সেবা প্রদানকারী ও সেবা গ্রহীতাদের।
গর্ভবতী মা সহ অন্যান্য রোগীদের স্বাস্থ্য সেবা কেন্দ্রের ভিতরে প্রবেশের বিকল্প পথ না থাকায় অনেকেকে সেবা না নিয়ে ফিরে যেতে দেখা গেছে।
এভাবে স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছে সীমান্ত জনপদের শত রোগী।
ইউনিয়নের বৃহৎ জনগোষ্ঠির স্বাস্থ্য সেবা দিয়ে যাচ্ছে সরকারের এ প্রতিষ্ঠানটি। প্রবেশমুখের চত্বরে এমন বেহাল দশায় ক্ষোভ প্রকাশ করতে শোনা গেছে অনেককেই।
তাই স্বাস্থ্য সেবা নিশ্চিত কল্পে কেন্দ্রের ভিতরে মাটি ভরাট করে স্থায়ী পাকা পথ নির্মানের দাবি জানিয়েছেন ইউনিয়ন বাসী।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]