সাতক্ষীরা প্রতিনিধি: জলাবদ্ধতা থেকে মুক্তির দাবীতে বিক্ষোভ করেছেন সাতক্ষীরা সদরের লাবসা ইউনিয়নের ৪, ৫, ৬ নং ওয়ার্ডের বাসিন্দারা।
বুধবার(৯ জুলাই) সাতক্ষীরা সদরের দেবনগরে বিক্ষোভে অংশগ্রহণ করেন লাবসা ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক শফিকুল ইসলাম, ৪ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনি, স্থানীয় বাসিন্দা হান্নান সরদার, মোমিন সরদার, আক্তারুজ্জামান, আলমগীর হোসেন, আমছার গাজী, মহিদুল ইসলাম, আলী মুনসুর গাজী, মাহবুবার রহমান, আব্দুর রশিদ, আলামিন, বাবু, শামিম হোসেন প্রমূখ।
এ সময় স্থানীয় বাসিন্দারা বলেন, লাবসা ইউনিয়নের দেবনগরের উড়াবিলে আউটড্রেন না রেখে অপরিকল্পিতভাবে মৎস্যঘের করেছেন এড. হুমায়ুন কবির, তামিম আহমেদ সোহাগ, আলতাফ হোনের, আবুল হোসেন খোকন, আব্দুস সামাদ, বাবলু, আব্দুস সামাদ, আবুল হাসান, মালেক, সবুর প্রমূখ ব্যক্তি।
আনুমানিক ৪ বছর আগে মৎস্যঘের করার পর থেকে প্রতি বছর আমাদের ইউনিয়নের ৪,৫,৬ নং ওয়ার্ডের শতশত বিঘা ফসলের জমি ক্ষতিগ্রস্থ হচ্ছে। জলাবদ্ধতার শিকার হচ্ছেন শতশত পরিবার। মৎসঘের করার কারণে এই এলাকার পানি নৌখালে যেতে পারছেনা। মৎস্য ঘের করার সময় আমরা আউটড্রেন করার কথা বললেও তারা শোনেননি। বরং অনেকেই আ.লীগের বিভিন্ন পদে থাকার কারণে সেসময় আমাদের হুমকিও দিয়েছিলেন। টানা বৃষ্টিতে বর্তমানেও আমাদের অনেক ফসলী জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা এই জলাবদ্ধতা
থেকে মুক্তি চাই। এ ব্যাপারে আমরা সাতক্ষীরা জেলা প্রশাসক ও সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসারের সুদৃষ্টি কামনা করছি।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]