জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশ নৌবাহিনীর ফোর্স মেবিন ইউনিট-৫ এর প্রতিস্থাপক হিসেবে বাংলাদেশ ফোর্স মেবিন ইউনিট-৬ মোতায়েন করা হয়েছে।
জানা যায়, বাংলাদেশ নৌবাহিনীর কন্টিনজেন্ট বাংলাদেশ ফোর্স মেবিন ইউনিট -৫ এর প্রতিস্থাপক হিসেবে ২০০ জন জনবল (যার মধ্যে ৯০ জন জুবা এবং ১১০ জন মালাকাল)সমন্বয়ে গঠিত বাংলাদেশ ফোর্স মেবিন ইউনিট-৬ এর সাংগঠনিক কাঠামো অনুমোদন পূর্বক ১ বছর মেয়াদের জন্য অথবা মিশনের কার্যক্রম শেষ হওয়া পর্যন্ত সাউথ সুদানে এ মোতায়েনের কার্যক্রম চলমান থাকবে। বাংলাদেশ ফোর্স মেবিন ইউনিট-৬ এর অন্যতম সদস্য বাংলাদেশ নৌবাহিনীর এ্যাবল সীম্যান (এবি) অফিসার সাতক্ষীরার কৃতি সন্তান অনুপম কুমার মন্ডল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট যোগে গতকাল বাংলাদেশ সময় দুপুর ৩ টা ৫৫ মিনিটে সাউথ সুদানের রাজধানী জুবাতে পৌছিয়েছে।
তার উপর অর্পিত সকল দায়িত্ব সঠিকভাবে পালন করার জন্য সে মহান সৃষ্টিকর্তা সহ সকলের নিকট আশীবার্দ চেয়েছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]