সাতক্ষীরা প্রতিনিধি: সাবেক ফিফা রেফারী তৈয়ব হাসান-এর জাতীয় ক্রীড়া পুরস্কারের প্রাইজমানি (একলক্ষ টাকা) দুঃস্থ পুষ্টিহীন শিশুদের মাঝে বিতরণ করা হয়েছে।
‘পুষ্টিহীন শিশুদের সহায়তায় আপনিও এগিয়ে আসুন’- স্লোগানে সাতক্ষীরা ডিবি খান হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল সোমবার (৪ ডিসেম্বর) সকাল ১০ টায় সাবেক ফিফা রেফারী তৈয়ব হাসান বাবু'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো নজরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ আব্দুল হামিদ, ডা. আবুল কালাম বাবলা, অধ্যক্ষ ড. দিলারা বেগম, স্থানীয় দৈনিক দৃষ্টিপাতের সম্পাদক নুর ইসলাম, ডিবি খান হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ জাহিদা খানম মিতা।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ডিবি খান হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সহকারী শিক্ষক আব্দুল ওহাব আজাদ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]